Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

অর্জনসমূহ:

  • ০৬টি প্রধান ফসলের (আউশ, আমন, বোরো, পাট, গম, আলু) পূর্বাভাস জরিপ, নমুনা কর্তন, আনুমানিক হিসাব এবং মূল্য ও উৎপাদন খরচ জরিপ সংকলন করে নির্ধারিত সময়ে সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
  • প্রায় ১৫৬টি স্থায়ী ও অস্থায়ী অপ্রধান ফসলের (আম, কাঁঠাল, কলা ইত্যাদি) আনুমানিক হিসাবের মাধ্যমে একর প্রতি উৎপাদন ও মোট আবাদি জমির পরিমাণ নিরূপণ করে নির্ধারিত সময়ে সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
  • বন জরিপ, মৎস্য উৎপাদন জরিপ, গবাদি পশু ও হাঁস-মুরগির প্রাক্কলন জরিপ এবং ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যানসহ দাগগুচ্ছ জরিপ প্রতিবেদন জেলাওয়ারী সংকলন করে নির্ধারিত সময়ে সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
  • শীতকালীন ও গ্রীষ্মকালীন ভুট্টা ফসলের আনুমানিক হিসাবসহ মাসিক কৃষি মজুরীর তথ্য জেলাওয়ারী সংকলন করে নির্ধারিত সময়ে সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।
  • স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (SVRS) ২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।
  • মাঠ পর্যায়ে কর্মরত জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ মাঠ পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।


হস্ত ও কারুজাত শিল্প প্রতিষ্ঠান জরিপ ২০২২ এর তথ্য সংগ্রহ কাজ সময়মত সম্পন্ন হয়েছে।


পথশিশু জরিপ এর তথ্য সংগ্রহ কাজ যথাযথভাবে পরিচালনা করা হয়েছে।


ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ (QLFS) এর তথ্য সংগ্রহ কাজ নিয়মিত মনিটরিংnকরা হয়েছে।


প্রতিবন্ধী জরিপ ২০২২ তথ্য সংগ্রহ কাজ সময়মত সম্পন্ন হয়েছে।


শিশু শিক্ষা জরিপ ২০২১ এর তথ্য সংগ্রহ কাজ সম্পন্ন হয়েছে।


খানার আয়-ব্যয় জরিপ (HIES) এর তথ্য সংগ্রহ কাজ সম্পন্ন হয়েছে।


User satisfaction survey এর তথ্য সংগ্রহ কাজ সম্পন্ন হয়েছে।